ডেস্ক রিপোর্ট ১৬ এপ্রিল ২০২৪ ০১:৪৫ পি.এম
ইরানের হামলায় ইজরায়েলের চোখে পড়ার মতো কোনো ক্ষতি হয়নি। যদিও কেউ কল্পনাও করতে পারেনি যে, ইরান সত্যিই হামলা করে বসবে। ইরানের হামলা সম্পর্কে আমেরিকা, তুরস্ক সহ অনেক দেশই জানতো। তাহলে ইজরায়েলেরও না জানার কথা নয়। ফলে তারা সর্বোচ্চ সতর্কতার সহিত পুরো হামলাটা কে প্রতিরোধ করেছে। এদিকে ইরানও যথেষ্ট ভারী ক্ষেপণাস্ত্র থাকা সত্বেও ড্রোন এবং হালকা মিসাইল দিয়েই হামলা চালিয়েছে।
মাত্র কয়েক ঘন্টা হামলা চালানোর পরেই, ইরান ঘোষণা দেয় যে, তাদের লক্ষ্য অর্জি হয়েছে । অন্যদিকে ইজরায়েলও তেমন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বললো, এখনি ইরানে হামলা নয়। সবকিছু মিলিয়ে এটাই বোঝা যায় যে ইরান তাদের সম্মান রক্ষার জন্যই পরিকল্পিতভাবে এই হামলাটি চালিয়েছে। যুক্তরাষ্ট্র এই মূহুর্তে মধ্যপ্রাচ্যে বড় কোনো সংকট মোকাবিলার অবস্থায় নেই। ফলে তারা ইরানের প্রতি কিছুটা নমনীয়তা দেখাচ্ছে।
সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালিয়ে ইরানের দুই শীর্ষ কমান্ডার সহ ১৭ জনকে হত্যা করে ইজরায়েল। তখন থেকেই ইরান প্রতিশোধের কঠিন হুমকি দিয়ে আসছিলো। কোনো দেশের দূতাবাস বা কনসুলেটকে সেই দেশের অংশে হিসেবে ধরা হয়। সুতরাং কনসুলেটে আক্রমণ ইরান নিজেদের ভূমিতে আক্রমণের সমান হিসেবে নিয়েছিলো। তাই সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং সম্মান রক্ষার জন্য তাদের কাছে এই হামলার কোনো বিকল্প ছিলো না।
মধ্যপ্রাচ্যের রাজনৈতিক গবেষক এবং বিশ্লেষকদেরও একই মত। তারা বলেন, যেহেতু ইরান খুব ভারী হামলা চালায়নি এবং তাদের মিসাইলগুলো খুব ধীর গতিতে যাওয়ার কারনে, ইজরায়েল তাদের ধ্বংস করার জন্য যথেষ্ট সময় পেয়েছে। এমনকি তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ ও খুবই কম। ফলে এই মূহুর্তেই তাদের জবাব দেওয়ার ইচ্ছে নেই। অন্যদিকে এখন আক্রমণ করলে, তারা আমেরিকাকেও পাশে পাবে না। তাই সবদিক মিলিয়ে এই পরিস্থিতি এখন শান্তই থাকবে।
সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল ঈদ
দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প
হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে নিহত
ইজরায়েলে সরাসরি হামলার হুমকি প্রেসিডেন্ট এরদোয়ানের
ইরানে নির্বাচিত হলো নতুন প্রেসিডেন্ট
ইজরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ইরানের
ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন?
তুরস্কের নতুন ক্ষেপণাস্ত্র কেমালকেস – ২
ইরানের প্রেসিডেন্ট হওয়ার শর্ত: যেভাবে প্রেসিডেন্টরা নিয়ন্ত্রিত হয়
ইরানের সর্বোচ্চ ক্ষমতার মালিক প্রেসিডেন্ট নাকি ধর্মীয় নেতা?
লেবাননের পাশে থাকার ঘোষণা প্রেসিডেন্ট এরদোয়ানের
তুরস্কের নতুন সুপারসনিক ড্রোন আনকা - ৩
ফিলিস্তিন কে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ।
পাপুয়ানিউগিনি তে ভয়াবহ ভূমিধস, নিহতের শংকা অনেক বেশি
ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী নিহত হয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট কি বেঁচে আছেন?
আর্জেন্টিনা সহ ৯ টি দেশ ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দিয়েছে।
মোবাইল কেড়ে নেওয়ায়, ছোট বোনের হাতে খুন বড় ভাই
ফিলিস্তিনের গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আন্দোলন এবার ইউরোপে ছড়িয়ে পড়ছে।
গাজার গণহত্যা বন্ধে বিক্ষোভ মার্কিন শিক্ষার্থীদের
ইরান-ইজরায়েলের যুদ্ধ যুদ্ধ খেলায় আড়াল হচ্ছে গাজার গণহত্যা
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য দায়ী পশ্চিমা দ্বিমুখী নীতি : এরদোয়ান
ইজরায়েলের অত্যাচার হিটলারকেও ছাড়িয়ে গেছে : এরদোয়ান
ইরানের হামলা কি শুধুই প্রতিশোধের অভিনয়?
মালদ্বীপের বায়রাক্তার টিবি -২ ড্রোনে, ভারত কেন আতংকিত?
মালদ্বীপের হাতে তুর্কী টিবি -২ ড্রোন, উদ্বেগ প্রকাশ ভারতের
কাতারের আমির তামিম আল থানির মোট সম্পদ কত?
কাতারকে বিশ্বের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা কে এই তামিম আল থানি?
ইরান যুদ্ধে মোড়ল দেশগুলো কি বলছে?
একনজরে আজকের ইরান -ইজরায়েল যুদ্ধ