ডেস্ক রিপোর্ট ১৬ এপ্রিল ২০২৪ ১১:২১ এ.এম
মালদ্বীপ তাদের জলসীমা এবং আকাশসীমার সুরক্ষা ও নজরদারির জন্য তুরস্কের বিখ্যাত ৬ টি বায়রাক্তার ড্রোন কিনেছে। এ নিয়ে ভারতের সামরিক বাহিনী উদ্বেগ প্রকাশ করেছে। কারণ সম্প্রতি ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে। দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যের কারণে এবং মালদ্বীপের চীনপন্থী অবস্থানের কারণে কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে।
প্রেসিডেন্ট মুইজ্জু ক্ষমতায় এসেই ভারতীয় সৈন্যদের মালদ্বীপ ছাড়ার আহ্বান জানিয়ে আসছেন। তিনি স্পষ্ট করেছেন যে মালদ্বীপে কোনো ভাবেই ভারতীয় সৈন্যদের বরদাস্ত করা হবে না। যদিও এই সৈন্যরা তার পূর্ববর্তী প্রেসিডেন্টের আহ্বানেই এসেছিল মালদ্বীপের চিকিৎসা এবং সামরিক সহায়তা দেওয়ার জন্য। মুইজ্জুর চীন সফরের আগে ড্রোনের মাধ্যমে নজরদারির একটা ইঙ্গিত ও দিয়ে গেছেন, যার কিছু দিন পরই ড্রোন ঘাঁটি স্থাপন করেন।
ভারতীয় সামরিক সংস্থা ইন্সটিটিউট ফর ডিফেন্স স্টাডিজ এন্ড এনালাইসিস এর সিনিয়র ফেলো মেজর জেনারেল ড. মান্দীপ সিং বলেন, ‘ মালদ্বীপ এবং তুরস্কের চুক্তির মূল্য ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রতিটি ড্রোনের মূল্য প্রায় ৫০ লাখ মার্কিন ডলার। এতো অর্থ খরচ করে তারা মূলত তাদের বিশেষ নিরাপত্তা অঞ্চলের ৯০ লাখ বর্গকিলোমিটার এলাকার নিরাপত্তা নিশ্চিত করা।‘
মালদ্বীপের মাফারু দ্বীপে ড্রোন ঘাঁটি স্থাপন করলে সহজেই ভারতের পশ্চিম উপকূল এবং মিনিকয় দ্বীপে নজরদারি করা যাবে। ফলে সেই অঞ্চলের নৌ চলাচল এবং বিমান চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হবে। এছাড়াও টিবি-২ ড্রোন দিয়ে আরো গভীরেও নজরদারি করতে পারবে, যা কোনো ভাবেই ভারতের জন্য নিরাপদ নয়।
মান্দীপ সিং আরো বলেন, ‘ মালদ্বীপ মূলত ২৬ টি প্রবালদ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ। তাদের উত্তর থেকে দক্ষিণ প্রায় ৮২০ কিমি বিস্তৃত এবং পূর্ব পশ্চিমে মাত্র ১৩০ কিমি বিস্তৃত। তাদের মোট ৫ টি বিমানবন্দর রয়েছে, যার একটা মাফারু বিমানবন্দর। এই মাফারু বিমানবন্দরেই তাদের নতুন ড্রোন ঘাঁটি স্থাপন করা হয়েছে। যেখান থেকে মাত্র ২৭৫ কিমি দূরে ভারতের মিনিকয় দ্বীপ অবস্থিত। এবং ৫৫০ কিমি দূরে ভারতের পশ্চিম উপকূল অবস্থিত। ফলে তারা সহজেই ড্রোনের মাধ্যমে এই অঞ্চলের নৌ এবং বিমান চলাচলের উপর নজরদারি করতে পারবে।
ভারত মহাসাগরে চীনের উপস্থিতি কোনোভাবেই ভারতের জন্য মঙ্গলজনক নয়। এজন্য ভারত সবসময়ই শ্রীলঙ্কা এবং মালদ্বীপকে নিজের বলয়ে রাখতে চেয়েছে। কিন্তু মালদ্বীপ চীনের বলয়ে যাওয়ার মাধ্যমে চীনের রাস্তা করে দেওয়া হচ্ছে ভারতমহাসাগরে। ফলে ভারত কোনো ভাবেই এটা স্বাভাবিকভাবে নিতে পারছে না। তারা যেকোনো ভাবেই চীনকে ভারতমহাসাগর থেকে দূরে রাখতে চায়।
সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল ঈদ
দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প
হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে নিহত
ইজরায়েলে সরাসরি হামলার হুমকি প্রেসিডেন্ট এরদোয়ানের
ইরানে নির্বাচিত হলো নতুন প্রেসিডেন্ট
ইজরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ইরানের
ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন?
তুরস্কের নতুন ক্ষেপণাস্ত্র কেমালকেস – ২
ইরানের প্রেসিডেন্ট হওয়ার শর্ত: যেভাবে প্রেসিডেন্টরা নিয়ন্ত্রিত হয়
ইরানের সর্বোচ্চ ক্ষমতার মালিক প্রেসিডেন্ট নাকি ধর্মীয় নেতা?
লেবাননের পাশে থাকার ঘোষণা প্রেসিডেন্ট এরদোয়ানের
তুরস্কের নতুন সুপারসনিক ড্রোন আনকা - ৩
ফিলিস্তিন কে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ।
পাপুয়ানিউগিনি তে ভয়াবহ ভূমিধস, নিহতের শংকা অনেক বেশি
ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী নিহত হয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট কি বেঁচে আছেন?
আর্জেন্টিনা সহ ৯ টি দেশ ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দিয়েছে।
মোবাইল কেড়ে নেওয়ায়, ছোট বোনের হাতে খুন বড় ভাই
ফিলিস্তিনের গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আন্দোলন এবার ইউরোপে ছড়িয়ে পড়ছে।
গাজার গণহত্যা বন্ধে বিক্ষোভ মার্কিন শিক্ষার্থীদের
ইরান-ইজরায়েলের যুদ্ধ যুদ্ধ খেলায় আড়াল হচ্ছে গাজার গণহত্যা
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য দায়ী পশ্চিমা দ্বিমুখী নীতি : এরদোয়ান
ইজরায়েলের অত্যাচার হিটলারকেও ছাড়িয়ে গেছে : এরদোয়ান
ইরানের হামলা কি শুধুই প্রতিশোধের অভিনয়?
মালদ্বীপের বায়রাক্তার টিবি -২ ড্রোনে, ভারত কেন আতংকিত?
মালদ্বীপের হাতে তুর্কী টিবি -২ ড্রোন, উদ্বেগ প্রকাশ ভারতের
কাতারের আমির তামিম আল থানির মোট সম্পদ কত?
কাতারকে বিশ্বের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা কে এই তামিম আল থানি?
ইরান যুদ্ধে মোড়ল দেশগুলো কি বলছে?
একনজরে আজকের ইরান -ইজরায়েল যুদ্ধ