আলোর বার্তা ডেস্ক ১২ আগষ্ট ২০২৫ ০৭:০০ পি.এম
বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত এসওয়াই ইউসেফ রামাদান। মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে সুপ্রিম কোর্টে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উভয় দেশের বিচারব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি গত এক বছরে বাংলাদেশের বিচার বিভাগের উন্নয়নে তাঁর নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি একটি স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় তাঁর পরিকল্পনাগুলো বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া, তিনি ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের মানুষের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ রামাদান প্রধান বিচারপতির এক বছর পূর্তিতে তাঁকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের বিচার বিভাগের উন্নয়নে তাঁর নেওয়া পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, আগামী দিনে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের জনগণের একচ্ছত্র সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিচার বিভাগের প্রতিষ্ঠানগত স্বাধীনতা একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা নয়: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতির সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিচার বিভাগকে স্বতন্ত্রীকরণে কাউন্সিল গঠনের দারপ্রান্তে
উপদেষ্টার মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন
রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত বিচারপতিদের সৌজন্য সাক্ষাৎ
প্রধান বিচারপতির সাথে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জুডিশিয়াল এপোয়েনমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাব
সুপ্রিম কোর্টের হটলাইন নাম্বার চালু : পাওয়া যাচ্ছে আইনি সহায়তা
সাবেক বিচারপতির মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
ছুটিতে পাঠানো বিচারকদের ফিরিয়ে আনতে লিগ্যাল নোটিশ
রিজিওনাল কনফারেন্সের কি - নোট স্পিকার বাংলাদেশের প্রধান বিচারপতি
৭০ হাজার টাকার বিমানভাড়া হজ্ব প্যাকেজে ১ লক্ষ ৬৭ হাজার টাকা
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে যা বললো সিনিয়র আইনজীবীরা