শনিবার ৩০ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

আগে বিচার, তারপর সংস্কার, এরপর নির্বাচন : মুজিবুর রহমান

আর এম রাকিব ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩১ পি.এম

সংগৃহীত সংগৃহীত

যারা ভোটাধিকার হরণ করেছে, গুলি করে মানুষ খুন করেছে, তাদের আগে বিচার করতে হবে। আগে বিচার, তারপর সংস্কার, তারপর নির্বাচন হতে হবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আশাশুনি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা ভোটের অধিকার পাইনি। বিগত নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারেনি। কেন্দ্রে গেলে তাদেরকে বলা হয়েছে, আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে, আপনারা চলে যান। হায়েনার দল গণতন্ত্র ধ্বংস করেছে।

আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল ৫ আগস্ট। এদিন থেকে দ্বিতীয় স্বাধীনতা পেয়ে কথা বলার সুযোগ পেয়েছি। সফল ছাত্র আন্দোলনে জালেমরা পালিয়ে গেছে। কিন্তু দেশে জুলুম এখনো বন্ধ হয়নি। দেশে আল্লাহর আইন চালু হলে জুলুম, নির্যাতন, হয়রানি বন্ধ হবে। দেশে ন্যায়বিচার কায়েম হবে। জালেম সরকারের লোকজন এখনো বহু জায়গায় ঘাপটি মেরে বসে আছে। এদেরকে সরাতে হবে। যারা নির্বাচনের জন্য তাড়াহুড়া করছেন তাদেরকে বলব, আপনারা কি আগের মতোই নির্বাচন চান? আগে সংস্কার, তারপর নির্বাচন।


তিনি আরও বলেন, মহানবী (সা.) সমাজের অন্যায়কে বন্ধ করার জন্য যুবক বয়সে একটি সংগঠন করেছিলেন। সেই দলটির নাম হিলফুল ফুজুল। আমরা তার উম্মত হিসেবে দল করা যাবে নাকি যাবে না? শুধু যাবেই নয়, দল না করলে মহানবীর একটি বড় সুন্নত লঙ্ঘন করা হলো।

সম্মেলনে উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল, সাতক্ষীরা শহর আমির জাহিদুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি রুহুল আমিন, চেয়ারম্যান আবু বক্কর, সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক প্রমুখ।

আরও খবর

news image

চার শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

news image

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জসিমের

news image

ঈদের আগেই চড়া গরুর মাংসের বাজার

news image

আগে বিচার, তারপর সংস্কার, এরপর নির্বাচন : মুজিবুর রহমান

news image

দুই হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার

news image

ভারতকে আমাদের নিয়ে এতো ভাবতে হবে না

news image

শেরপুরের বন্যার্তদের ঢাবির হিসাব বিজ্ঞান বিভাগের অনুদান

news image

তীব্র নিন্দার মুখে, রুপান্তর নাটকটি অনলাইন থেকে সরিয়ে নিয়েছে ওয়ালটন

news image

পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন মাত্র ০২ জন।

news image

চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের বস্তির আগুন নিয়ন্ত্রণে