ডেস্ক রিপোর্ট ২৭ অক্টোবর ২০২৪ ০৩:১০ পি.এম
শেরপুরে পাহাড়ি ঢল ও অতি বৃষ্টি তে আকস্মিক বন্যা দেখা দেয় শেরপুর জেলার বন্যাকবলিত মানুষ ত্রাণ, খাবার ও আর্থিক সহয়তার জন্য অনেক ভোগান্তিতে রয়েছে । অবহেলিত এ জেলার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করে তেমন কোনো সহায়তা পাওয়া যাচ্ছিল না৷ তখন শেরপুর এর পাশে দাড়ানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী এনামুল হক,আঞ্জুমান আরা,এবং রনি হোসেন শেরপুরের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।
উক্ত বিভাগের সালাত স্যারের সাথে যোগাযোগ করলে স্যার একাউন্টিং ডিপার্টমেন্টের ফান্ড থেকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেন। খুব দ্রুততম সময়ের মধ্যে উক্ত ডিপার্টমেন্টের এবং এলামনাই এর পক্ষ থেকে সালাত স্যারের প্রত্যক্ষ সহযোগিতায় ৩,৩৩,০০০ টাকা দেয়া হয়।এই সাহায্য পেতে উক্ত বিভাগের দেবপ্রিয় বি দিপু সর্বোচ্চ সহায়তা করেন এবং তিনি এফ বি এস মিউজিক উইং থেকে আরও ১ লক্ষ টাকা ব্যবস্থা করে দেন।
বিকাশ এবং অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আরো অনেক টাকা আসে এবং সব মিলিয়ে তখন ফান্ড দাঁড়ায় প্রায় হচ্ছে ৪ লক্ষ ৫০ হাজার টাকার অধিক। এই টাকা দিয়ে প্রায় হচ্ছে ৩২০ প্যাকেট ভারী ত্রাণএবং কয়েকটি পরিবারের ঘর নির্মাণ এর জন্য টিনএবং প্রায় ৪০ টি পরিবারকে প্রায় এক লক্ষ টাকার নগদ অর্থ সহায়তা করা হয় । শেরপুর জেলার মানুষ হিসাববিজ্ঞানবিভাগ কে অনেক ধন্যবাদ জানিয়েছে এবং তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
উক্ত বিভাগের ২৮ তম ব্যাচের শিক্ষার্থী এনামুল বলেন, আমি এখন পর্যন্ত কোনো ডিপার্টমেন্টকে এতো টাকা শুধু একটা জেলার বন্যার জন্য হেল্প করতে দেখি নাই।হিসাববিজ্ঞান বিভাগ শুধু পড়ালেখা তেই নয় মানবসেবাতেও সবার সেরা।এই বিভাগের অংশ হতে পেরে আমি গর্বিত
চার শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন স্বেচ্ছাসেবক দল নেতা
নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জসিমের
ঈদের আগেই চড়া গরুর মাংসের বাজার
আগে বিচার, তারপর সংস্কার, এরপর নির্বাচন : মুজিবুর রহমান
দুই হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার
ভারতকে আমাদের নিয়ে এতো ভাবতে হবে না
শেরপুরের বন্যার্তদের ঢাবির হিসাব বিজ্ঞান বিভাগের অনুদান
তীব্র নিন্দার মুখে, রুপান্তর নাটকটি অনলাইন থেকে সরিয়ে নিয়েছে ওয়ালটন
পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন মাত্র ০২ জন।
চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের বস্তির আগুন নিয়ন্ত্রণে