ডেস্ক রিপোর্ট ২৬ এপ্রিল ২০২৪ ০৫:৩৯ পি.এম
আইপিএল ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড করল মোহিত শর্মা। বুধবার দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে ৪ ওভারে ৭৩ রান দিলো শর্মা, উইকেট পাননি একটিও। ৪ ওভারের মধ্যে শেষ ওভারেই দেন ৩১ রান এই ডানহাতি পেসার। যা আইপিএলে এক ম্যাচে সর্বোচ্চ খরচে বোলিংয়ের রেকর্ড।
ডেথ ওভার বিশেষজ্ঞ বলা হয়ে তাকে। কিন্তু বুধবার আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন তিনি।এক ম্যাচে সবচেয়ে বেশি রান দিয়ে ফেললেন মোহিত। দিল্লির এমন ঝড়ের ম্যাচে স্বাভাবিক ভাবেই খরচে ছিলেন গুজরাটের বোলাররা। তবে সবকিছুকেই ছাপিয়ে গেলেন মোহিত শর্মা ৪ ওভারে দিলেন কোনো উইকেট ছাড়াই ৭৩ রান, যা আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ খরচে বোলিংয়ের রেকর্ড।
আগের রেকর্ডটি ছিলো হায়দরাবাদের বাসিল থাম্পির দখলে। আইপিএলের ২০১৮ আসরে ব্যাঙ্গালুরুর বিপক্ষে তিনি ৪ ওভারে দিয়েছিলেন কোনো উইকেট ছাড়াই ৭০ রান। এছাড়া তাদের পরবর্তীতে রয়েছেন যশ দয়াল ও রিচ টপলি ৪ ওভারে কোনো উইকেট ছাড়াই ৬৯ ও ৬৮ রান দিয়ে।দিল্লির বিরুদ্ধে শুরু থেকেই রান দিচ্ছিলেন মোহিত। কিন্তু তারপরও অধিনায়ক শুভমান গিল তার উপরেই ভরসা করে ৪ ওভারই করিয়েছিলেন। ফলশ্রুতিতে গড়লেন লজ্জার রেকর্ড।
ডেথ ওভারে বলের গতিতে হেরফের করেন মোহিত, এমনকি ইয়োর্কার বলও করেন কয়েকটি, ফলে তার বল খেলতে সমস্যা হয় ব্যাটারদের। কিন্তু এই ম্যাচে নিজের জায়গায় বল ফেলতে পারছিল না মোহিত, তার স্লো বা কাটার সব ধরনের বলই ধরে ফেলছিলেন ব্যাটাররা। যার কারনেই দিতে হয় তাকে এতো গুলো রান।
দ্বিতীয় ম্যাচে জয়ী হয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা
টেস্টের পর এবার টি টুয়েন্টিতেও সিরিজ হার বাংলাদেশের
আসন্ন ভারত সফরে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
মুশতাক আহমেদ কে আর পাচ্ছে না বিসিবি
তবে কি আফগানিস্তানের মতোই হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল?
২০২৬ আসরের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে বাংলাদেশ
ওমান কে হারিয়ে নতুন বিশ্বরেকর্ড ইংল্যান্ডের
টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের সময়সূচি
বাংলাদেশের সুপার আটে খেলা কি নিশ্চিত?
সুপার ৮ এ যেতে হলে পরবর্তী দুটো ম্যাচই জিততে হবে বাংলাদেশকে
বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ
পরবর্তী বিশ্বকাপে সাকিবকে দেখা যাবে কি?
উগান্ডার জার্সি পরিবর্তনের নির্দেশ আইসিসির
যুক্তরাষ্ট্রের সাথে শেষ ম্যাচ যেন রেকর্ডময় একটি ম্যাচ
ইনজুরিতে থাকা তাসকিন কেন বিশ্বকাপের সহ অধিনায়ক
অবশেষে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হলো
মোস্তাফিজের দেশে চলে আসায় হতাশ চেন্নাই সুপার কিংস
নারী বিদ্বেষ নয়, অনভিজ্ঞতা এবং অপরিপক্কতা জন্যই আম্পায়ার বাতিলের দাবি
শাহরুখের হাসি শেষ পর্যন্ত থাকলো না
চেন্নাই সুপার কিংসে খেলাটা আমার সপ্ন ছিলো - মোস্তাফিজুর রহমান
কাটার আমার ন্যাচারাল, কেউ শেখায়নি - মোস্তাফিজ
আইপিএল এর ইতিহাসে, ১ ম্যাচে সবচেয়ে খরুচে বোলার
বীরেন্দ্র শেওয়াগের তৈরি করা সম্ভাব্য একাদশে জায়গা মেলেনি হার্দিক পান্ডিয়ার, এসেছে নতুন মুখ
দেশের গন্ডি পেরিয়ে ইমরুল কায়েসের ব্যাট কোম্পানি এখন বিদেশেও জনপ্রিয়